মোহাম্মদ হোসেন,হাটহাজারী 


হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিনব কায়দায় পাহাড় কাটছে নির্বিচারে। দিবারাত্রি পাহাড়ের মাটি কেটে পরিবেশ ধ্বংস করছে এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ীরা। ফলে এলাকার পরিবেশের মারাত্বকভাবে ক্ষতির শিকার হচ্ছে এবং ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কায় রয়েছে বিজ্ঞমহল।

সরজমিনে গিয়ে দেখা যায়, হাটহাজারী থানা আওতাধীন সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ সব পাহাড় কেটে সাবাল করা হচ্ছে। অবৈধ পাহাড় কাটার মাটি দিয়ে ভরাট করা হচ্ছে পুকুর জলাশয়। ওই এলাকায় গত বছর পাহাড় কাটা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সিন্ডিকেট সদস্যরা অভিনব কায়দায় দিবারাত্রি পাহাড় থেকে এক্সেভেটর এর সাহায্যে মাটি কেটে তা ট্রাকে করে বিভিন্ন স্থানে পুকুর ও ভিটা ভরাটে যোগান দিচ্ছে। এছাড়া এলাকার আশেপাশের লোকজনের কাছে দৈনিক ১৫/২০ ট্রাক মাটি সরবরাহ (৩৫০ফিট ট্রাক) করছে। ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এলাকায় এ সব দেখার দায়িত্ব রয়েছে চিকনদন্ডী ভুমি অফিস। বিষয় গুলো এড়িয়ে যান চিকনদন্ডী ভুমি অফিসের সহকারী তহশিলদার দিদারুল ইসলাম। তিনি বলেন, চিকনদন্ডীতে ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এলাকায় কোথায় পাহাড় কাটছে তার জানা নেই। সরেজমিন দক্ষিণ পাহাড়তলী এলাকায় পাহাড় কাটা দৃশ্য দেখতে গিয়ে কথা হয় স্থানীয় কয়েকজনের সাথে তারা এ প্রতিবেদককে বলেন, প্রশাসনকে ম্যানেজ করতে পারলেও দিনের বেলায় পাহাড় কাটতে সমস্যা হয় না। অনেক সময় প্রশাসনরে অজান্তে সন্ধ্যার পর থেকে পাহাড় কাটা শুরু করেন সিন্ডিকেট চক্রটি। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ নেওয়ার কথা জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী।