সিবিএন, চট্টগ্রাম :

নতুন ইতিহাস সৃষ্টি করলেন ছাত্র-ছাত্রীরা। সার্জেন্ট নিজেই নিজের নামে মামলা দিলেন!

ঘটনাটি ঘটেছে নগরীর এয়ারপোর্ট সড়কে সকাল সাড়ে ১০টার দিকে।

ট্রাফিক পুলিশের এক সাজেন্ট বাইক চালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থিরা বাইকটা আটকায়।

তার পরের ঘটনা প্রত্যক্ষদর্শীর বর্ণনায়-

ছাত্ররা : ড্রাইভিং লাইসেন্স আছে?

সার্জেন্ট: – আছে।

ছাত্ররা : বাইকের কাগজ পত্র আছে?

সার্জেন্ট: – ইয়ে…মানে…নাই…

ছাত্ররা : বাইকের কাগজ নেই তো রাস্তায় বাইক নিয়ে বের হয়েছেন কেন?

সার্জেন্ট : ডিউটি করতে ভাই…

ছাত্ররা : ডিউটি বলে বাইকের কাগজপত্র ছাড়াই বাইক চালাবেন?

সার্জেন্ট : ঠিক আছে ভাই এমন আর হবে না…

ছাত্ররা : হবে না বললে হবে না। মামলা দিন নিজের নামে!

সার্জেন্ট: আমতা…আমতা…করতে থাকে..

ছাত্ররা সম্মিলিত ভাবে : মামলা দিন আপনার নামে আপনি।

সার্জেন্ট : – ইয়ে…মানে…ছোট করে একটা মামলা দিই?

ছাত্ররা : ছোট কেন? বড় করেই দিন।