জে.জাহেদ,চট্টগ্রাম :
চট্টগ্রাম কর্নেলহাট সিটিগেট থেকে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বুধবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন বলে তথ্য দিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।
গ্রেফতার দুইজন হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. সবুজ (৩১) ও তার স্ত্রী জাহিনুর বেগম (৩০)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সিটিগেট এলাকা থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. সবুজ ও তার স্ত্রী জাহিনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
তারা চট্টগ্রাম থেকে এসব ইয়াবা ঢাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানান। এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে বলে জানান র্যাব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।