১৬৯টি গোল
২১৯টি হলুদ কার্ড
৪টি লাল কার্ড
১২ টি আত্মঘাতী গোল, আত্মঘাতী গোলের রেকর্ড
১৬: সবচেয়ে বেশি গোল বেলজিয়ামের
১১: সবচেয়ে বেশি গোল খেয়েছে পানামা
২৭: সবচেয়ে বেশি সেভ বেলজিয়ামের থিবো কোর্তোয়ার
৪৮৫: সবচেয়ে বেশি পাস দিয়েছেন স্পেনের সার্জিও রামোস
১২৩৫: সবচেয়ে বেশি পাসের ম্যাচ স্পেন-রাশিয়া
৪৯৬৫১: বিশ্বকাপে মোট পাসের সংখ্যা
২৭: গোলে সবচেয়ে বেশি শট নেইমারের
২১: সবচেয়ে বেশি ফাউল করেছেন ক্রোয়েশিয়ার আন্তে রেবিচ
২৮: সবচেয়ে বেশি ফাউলের শিকার বেলজিয়ামের এডেন হ্যাজার্ড
২২: এবার ২২টি গোল হয়েছে পেনাল্টি থেকে
২৯: মোট পেনাল্টি দেওয়া হয়েছে ২৯টি, ৭টি থেকে গোল হয়নি
১: গোলশূন্য ম্যাচ হয়েছে মাত্র একটি
৯: ৯০ মিনিট কিংবা এর পরে হওয়া গোলের সংখ্যা
৭৩: সেট পিস থেকে হওয়া গোলের সংখ্যা
২: বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক, ক্রিস্টিয়ানো রোনালদো ও হ্যারি কেইনের
২০১৮ বিশ্বকাপের সব তথ্য
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।