পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-১৮ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার (১১জুলাই) বিকাল ৩টায় পেকুয়া উপজেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দুটি খেলা অনুষ্টিত হয়।
অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-১৮এর খেলায় দুই শক্তিশালী দল প্রথমে মাঠে অংশ গ্রহণ করেন। মাঠের এক প্রান্তে শিলখালী হাজ¦ী ওবাইদুল হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে মুখোমুখি হন টইটং সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)।
নির্ধারিত ৪০ মিনিটের খেলার প্রথমার্ধের ৩মিনিটের মাথায় হাজী ওবাইদুল হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড় একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। উত্তেজনা পূর্ণ উভয় দলের খেলায় ৮মিনিটের মাথায় আরও একটি গোল করে ২-০ গোলে এগিয়ে যায় শিলখালী ওবাইদুল হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়। দ্বিয়ার্ধে গোল পরিশোধ করতে মরিয়া হলেও খেলা সমঝোতায় আনতে ব্যর্থ হন সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরই মধ্যে চ্যাম্পিয়নশীপ গৌরব অর্জন করতে সক্ষম হয়্ শিলখালী হাজী ওবাইদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা)।
অপরদিকে বিকেল সাড়ে ৪ টায় একই মাঠে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টর্ণামেন্ট। মাঠে দু’দল মুখোমুখি হন পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাজাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা একটি গোল করে ১-০ গোলে এগিয়ে যায়। দর্শকের মন মাতানো উত্তেজনা পূর্ণ খেলায় ১৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথমার্ধে গোলের দেখা পায়নি পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা। এদিকে দ্বিতীয়ার্ধের রেফারী শেষ বাঁশি পূর্বমুহুর্তে রাজাখালী সরকারি প্রাথমিকি বিদ্যালয়ের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব আরো একটি গোল করে বিজয় নিশ্চিত করে। এরই মধ্যে চ্যাম্পিয়নশীপ ট্রপি অর্জন করতে সক্ষম হয় রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ওই বিদ্যালয়টি ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টে জাতীয় চ্যাম্পিয়নশীপ ট্রপি অর্জন করেছিল। এবারেও তারা এই ট্রপি ছিনিয়ে আনতে আশাবাদী বলে মন্তব্য করেছে বিজয়ী দল রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলম।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবইল করিমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ সালামত উল্লাহ, সহকারী শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এম এম শাহজাহান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।