তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ তিন তরুণের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। শনিবার ( ৭ জুলাই) যৌথভাবে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং নৌ বাহিনীর দল উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
নিহতরা হলেন নগরের ঝাউতলা এলাকার বাসিন্দা ইয়াছিন (১৮), সাইদুল (২৪) ও আলাউদ্দীন (২০)। এদের মধ্যে ইয়াসিন ছাপাখানার কর্মী এবং সাইদুল ও আলাউদ্দীন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন।
ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, শুক্রবার বিকেলে বাশঁবাড়িয়া সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ তিন তরুণের মরদেহ উদ্ধার করা হেয়ছে। তাদের মরদেহ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২১ জুন গোসল করতে নেমে নিখোঁজ হন নারায়ণগঞ্জের রাজ এবং ইমন নামের দুই শিক্ষার্থী। পরে ২২ জুন বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।