তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম:

চট্টগ্রামের বেসরকারী হাসপাতালে ভূল চিকিৎসায় সাংবাদিক কন্যা রুবেল খানের আড়াই বছরের মেয়ে রাইফা খানের মৃত্যু’র ঘটনায় অভিযুক্ত দুই দুই চিকিৎসককে বহিষ্কার করেছে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ। বহিস্কৃতরা হলেন- ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব। অভিযুক্ত অন্যজন ডা. বিধান রায় চৌধুরীর নাম সিভিল সার্জনের তদন্তে না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কল না করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার রাতেই তাদের বহিস্কারের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. লিয়াকত আলী খান জানান, সিভিল সার্জনের তদন্ত রিপোর্ট পাওয়ার পর এবং সাংবাদিক কন্যার মৃত্যুর ঘটনায় অভিযোগ আসার পর আমরাও নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করি। ওই তদন্তে ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবের অবহেলার বিষয়ে প্রমাণ পাই। তাই ওই দুজনকে হাসপাতাল কর্তৃপক্ষ না (বহিষ্কার ) রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সিভিল সার্জনের তদন্ত প্রতিবেদনে ডা.বিধান রায়েরও নাম আসায় তাকে হাসপাতাল কর্তৃপক্ষ কল না করার সিদ্ধান্ত নিয়েছে।