মো. নাজিম উদ্দিন, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি:

ভারি বর্ষণে বন্যার পানিতে বান্দরবান-চট্টগ্রাম সড়ক তলিয়ে গেছে। ৩ জুলাই মঙ্গলবার সকাল থেকে সাতকানিয়া
উপজেলার বাজালিয়া বড়দুয়ারা মাহালিয়া রাস্তার মাথা ও দস্তিদারহাট এলাকায় সড়ক ডুবে যাওয়ায়
বান্দরবান-চট্টগ্রাম সড়কে একপ্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু বাস ও ট্রাক সড়কে চলাচল করলেও অধিকাংশ বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায়,পানিতে তলিয়ে যাওয়া স্থানে সড়কের দু’পাশে বেশির ভাগ গাড়ি আটকে গেছে। যাত্রীরা গাড়ি থেকে নেমে মালামাল নিয়ে ভ্যান-রিকশায় তলিয়ে যাওয়া স্থান পার হয়ে গন্তব্যে যাচ্ছে। স্থানীয় মাছ শিকারীরা হাত জ্বাল নিয়ে সড়কে মাছ ধরছে। বন্যার পানিতে ছদাহা, কেঁওচিয়া, কালিয়াইশ, দক্ষিণ ঢেমশার কয়েকটি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানি বন্দি মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। শঙ্খ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদীর তীরে বাস করা লোকজন ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বান্দরববান চট্টগ্রাম সড়কের দু’পাশে বেশির ভাগ গাড়ি আটকে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এসময় যাত্রী রুজিনা আক্তার জানান, সিএনজি অটোরিকশায় বান্দরবান যাচ্ছিলাম। বন্যার পানিতে দস্তিদারহাটের পূর্বে সড়কে ২ ফুট পানি। এখানে এসে আটকে গেছি। কোন গাড়ি না পেয়ে বাচ্চাদের নিয়ে ডুবে থাকা স্থানে ভিজে সীমাহীন কষ্টে পার হয়েছি। আমার মতো আরো হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। তলিয়ে যাওয়া স্থানে ঔষধ পরিবহনের একটি গাড়ি সড়কের মাঝ পথে আটকে যাওয়ায় মানুষের দুর্ভোগ আরো বেড়েছে।
স্থানীয় বাসিন্দা আকবর জানান, সকাল থেকে এলাকায় বন্যার পানি বেড়ে সড়ক তলিয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে অনেক গাড়ি আটকে গেছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী বলেন, সোমবার রাতের শেষে বৃষ্টিতে পাহাড়ি ঢলে উত্তর ছদাহায় সহস্রাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। হাঙরখাল ভেঙে ঢলের পানিতে মঙ্গলবার সকাল থেকে দস্তিদারহাটে সড়ক তলিয়ে গেছে। সড়কের দু’পাশে শতাধিক গাড়ি আটকে গেছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টি না কমলে আজ রাতে সড়কের উপর আরো পানি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য প্রতিবছর কয়েকদিন টানা বৃষ্টি হলে মাহালিয়া ও দস্তিদারহাট এলাকায় সড়কটি পানিতে তলিয়ে যায়। ফলে সড়ক দিয়ে চলাচলরত যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন।

ছবির ক্যাপশান: বান্দরবান-চট্টগ্রাম সড়কের দস্তিদারহাট এলাকায় সড়ক তলিয়ে যাওয়া স্থানে ভ্যান গাড়ি দিয়ে লোকজন পারাপার হচ্ছে। ছবিটি মঙ্গলবার বিকালে তোলা।