মুন্সি দরুদ , ভারত থেকে :
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের কাজীপাড়া গ্রামে শেরআলি শেখের পালিত গরু আজ ৩০ জুন শনিবার সকাল ৮:৩০ মিনিটে এক বাঘ আকৃতির বিরল প্রাণী প্রসব করে । মৃত প্রানী ক্ষত্-বিক্ষত অবস্থায় প্রসব হয়েছে । যার কোনো মাথা নাই। একটি কান গজিয়েছিল । দেহের গঠন অনেকটাই বাঘের মতো । গায়ে বাঘের মতো আংশিক চাকা চাকা দাগ দেখা গেছে । শরীরে বড় বড় লোম বেশি রয়েছে । লম্বায়ও অনেকটা বাঘের মতো । প্রানীটিকে দেখতে জনতার ঢল দেখা গেছে । কাজীপাড়া গ্রামে এটি এক বিরল ঘটনা ।
গরুর পেটে বাঘের বাচ্চা!
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।