মোহাম্মদ হোসেন,চট্টগ্রাম :
শুক্রবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর কতোয়ালী থানার পুলিশের একটি টহল টিম এর হাতে আটক হয়েছে এক ছিনতাইকারী। থানা আলমাস সিনেমা হলের সামনে রিক্সা যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃত ছিনতাইকারী মোহাম্মদ আলাউদ্দিন (১৯) কাছ থেকে মোবাইল সেটসহ ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়। ছিনতাই ও অপরাধ কর্মকান্ডের ঘটনায় জড়িতদের দেখলে কতোয়ালী থানা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান ও সি মোহাম্মদ মহসিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।