ডেস্ক নিউজ:
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোডের বাংলাদেশ পর্যটন করপোরেশনের ‘মোটেল সৈকত’ – এ অভিযান চালিয়ে ছাত্র শিবিরের অন্তত দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, ‘মোটেল সৈকত’- এ গোপন মিটিং হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
এদিকে হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নগর ছাত্র শিবিরের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই শতাধিক তরুণ-যুবককে আটক করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।