জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ-উখিয়ায় ৬৩ হাজার ১৬ জন স্কুল ছাত্র/ছাত্রীর মাঝে উন্নত খেজুর বিতরণ করা হয়েছে। জানাযায়, সৌদি সরকারের অনুদানকৃত এসব খেজুর ডাব্লিউএফপির অধীনে মুসলিম এইড দুই উপজেলার প্রাইমারী স্কুলের সকল ছাত্র/ছাত্রীদের মাঝে এই খেজুর বিতরণ করেন। স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় ১৫০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৯৩ মেট্রিক টন খেজুর বিতরণ করা হয়। উন্নত জাতের খেজুর হাতে পেয়ে খুশী হয়েছে প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা। হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাইয়্যিদ হুমায়ুন অভি জানান,পুষ্টিকর বিস্কুটের পাশাপাশি উন্নত জাতের খেজুর দেওয়ায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। খেজুর বিতরণকারী প্রতিষ্ঠানের ফিল্ড মনিটর বশির আহমদ জানান,শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের আন্তরিকতা ও সহযোগীতার কারণে সুন্দরভাবে খেজুর বিতরণ করা সম্ভব হয়েছে।

টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মো: এমদাদ হোছাইন চৌধুরী জানান,ঝরে পড়া রোধ করতে সরকার বহুমুখী প্রকল্প হাতে নিয়েছেন। স্কুল ফিডিং প্রোগ্রাম টেকনাফ-উখিয়ার প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে গেছে। সুস্বাস্থ্য-পুষ্টিকর বিস্কুটের পর শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ স্কুলে ঝরে পড়া কমবে বলে তিনি মনে করেন।