শাহেদ মিজান, সিবিএন:
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ায় পাহাড় ধসে বাদশা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১২জুন) ভোর ৬টায় এই ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া ওই এলাকার মৃত চান মিয়ার পুত্র।

সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সিবিএনকে জানান, বাড়ির অদূরে নিজের সবজির ক্ষেত দেখতে গেলে পাশের ভাঙা পাহাড়ের একটি অংশ ধসে বাদশার মিয়ার উপর পড়ে। এতে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।

ছবি সৌজন্যে: ফরিদুল আলম দেওয়ান