শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে থাকবে যুবলীগ :  সৈয়দ মাহমুদুল হক ও জাফর আলম

এম.জিয়াবুল হক,চকরিয়া :

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া পৌরসভা শাখার আয়োজনে গতকাল শনিবার বিকালে ইফতার মাহফিল ও জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি সোহেল আহমদ বাহদুর এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলকে গণসংর্বধনা দেয়া হয়েছে। চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কক্সবাজার জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আলম, যুগ্ম সম্পাদক বাবুল ইসলাম বাহাদুর, জেলা যুবলীগের সাবেক সদস্য ও চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী ও জেলা যুবলীগের একঝাঁক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মাস্টার কবির হোসেন, আমির হোসেন মেম্বার, নাজেম উদ্দিন ভুট্টো, সেকান্দর বাদশা নাগু, জমির উদ্দিন মেম্বার, জয়নাল আবেদিন, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন কাউন্সিলর, হুমায়ুন কবির কমিশনার, চকরিয়া পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সভাপতি এম নুরুস শফি, জমির উদ্দিন, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন শান্ত, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, মিজানুর রহমান, ত্রাণ সম্পাদক জামাল উদ্দিন, উপ-প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, শিক্ষা সম্পাদক বেলাল উদ্দিন কামরান, সহ সম্পাদক মোজাম্মেল হক, শওকত ওসমান, হেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন শাকিব, জেলা তাতীলীগের সদস্য শাহ আলম, চকরিয়া উপজেলা তাতীলীগের সভাপতি সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক সোহাগ, পৌরসভা তাতীলীগের সাধারণ সম্পাদক আবু তালেব, মাতামুহুরী তাতীলীগের সভাপতি আবুল হাশেম, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, বর্তমান সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, পৌরসভা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ, পৌরসভা যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ১নম্বর ওয়ার্ডের সভাপতি হেলাল উদ্দিন মানিক, সম্পাদক পারভেজ বাবু, ২নম্বর ওয়ার্ডের সভাপতি সুজিত রায়, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শাকিবুর রহমান কলিম, সম্পাদক শোয়াইব, ৫ নম্বর ওয়ার্ডের আমিনুল মোস্তাফা সিকদার মানিক, সাধারণ সম্পাদক আলী হোসেন, ৬নম্বর ওয়ার্ডের সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাদেক, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এরফান উদ্দিন, ১নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ছরওয়ার আলম। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ ছৈয়দ মাহামুদুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। সেই জন্য এখন থেকে তৃনমুলে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল এবং শক্তিশালী করতে হবে। তাঁরা বলেন, বিএনপি-জামাত জোট নানা অপতৎরতার মাধ্যমে আগামী নির্বাচন বানচাল করার অপচেষ্ঠা চালাচ্ছে। তাদের এই অপরাজনীতির জবাব সাংগঠনিকভাবে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, চকরিয়া-পেকুয়া জনপদে অতীতের তুলনায় বর্তমান সময়ে যুবলীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। যুবলীগের নেতাকর্মীরা সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করছেন। এই ধারা আগামীতেও অব্যাহত রাখতে হবে। কারণ আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদেরকে পেতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে জনগনের কল্যাণ সাধন হবে। দেশের অগ্রউন্নয়ন অব্যাহত থাকবে। চকরিয়া-পেকুয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে হলে এখানে আওয়ামীলীগের মনোনীত তথা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকার বিজয় এবার ঘরে তুলতে হবে। তাই আগামী নির্বাচনে যুবলীগকে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। ##