তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ভাই বিএনপির নেতা গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরকে গ্রেফতারে ৪৮ ঘন্টার আলিন্টমেটাম দিয়েছে চট্টগ্রামের সাংবাদিক নেতারা। একই সঙ্গে চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক হয়রানি মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। অন্যথায় যুদ্ধাপরাধী সাকা চৌধুরীদের নগরীর গনি বেকারির বাসভবন (গুডস হিল) ঘেরাও এবং সমাবেশের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এ ঘোষণা দেন সাংবাদিক নেতারা। সিইউজে ও প্রেস ক্লাব আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যমল। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম ও নির্বাহী সদস্য আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, মোস্তাক আহমদ ও রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, সিইউজের সাবেক সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, সিইউজে সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, আজাদী ইউনিট প্রধান খোরশেদ আলম, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, পূর্বদেশ ইউনিট প্রধান রতন কান্তি দেবাশীষ প্রমুখ।

নাজিমুদ্দীন শ্যামল বলেন, সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করে ১৬ কোটি মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিএনপি নেতা গিকা চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং সংবাদপত্রের বিরুদ্ধে থাকায় তার বাংলাদেশে থাকার অধিকার নেই। কলিম সরোয়ার বলেন, সংবাদপত্র গিকা চৌধুরীর মতো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে প্রশ্রয় দেয় না। গিকা চৌধুরী দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও সংবাদপত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। রাষ্ট্রের পক্ষ থেকে মামলা করে তাকে গ্রেফতার করতে হবে।