এম.মনছুর আলম, চকরিয়া :

চকরিয়া যুব পরিষদকে সংগঠনের নানা কার্যক্রম ও যোগ্যতা মূল্যায়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার উপ-পরিচালক দপ্তর সরকারী ভাবে নিবন্ধিত করেছে। যার সরকারী নিবন্ধন নং ০০১-যু.উ.অ।চকরিয়া যুব পরিষদের সভাপতি তানজিনুল ইসলাম ও সাধারন সম্পাদক আতাউল গণি পারভেজ কাছে কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচলক মো: সহীদ উল্লাহ’র কার্যালয়ে অানুষ্ঠানিক ভাবে বুধবার বিকালে সরকারী নিবন্ধনকৃত ছাড়পত্র ও যাবতীয় কাগজপত্র তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ হাতে।এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলায় উপজেলা ব্যাপী এরূপ যুব সংগঠনের উদ্যোগ নেওয়ায় যুব পরিষদের সভাপতি তানজিনুল ইসলামের ভূয়সি প্রসংশা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক।তিনি বলেন, এ যুব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হলেই সমাজ মুক্তি পাবে ভয়ঙ্কর মাদকের গ্রাস থেকে যুব সমাজ।পাশাপাশি দূর হবে যুবকদের বেকারত্ব, আলোকিত হবে চকরিয়া যুব সমাজ।তিনি সমাজের কল্যাণে চকরিয়া যুব পরিষদকে সংগঠনের গঠনতন্ত্র অনুসারে উন্নয়ন, সমৃদ্ধশালী দেশ গঠনের বির্নিমানে ভুমিকায় কাজ চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দকে।

এছাড়াও উপ-পরিচালক সংগঠনের যাবতীয় কর্মযজ্ঞে সরকারের পৃষ্টপোষকতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগীতা করার কথা ব্যক্ত করেন।এদিকে চকরিয়া যুব পরিষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধনভুক্ত ও  অনুমোদিত হওয়ায়  চকরিয়া যুব পরিষদের পক্ষথেকে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: সহীদ উল্লাহ কৃতজ্ঞতা জানান।পাশাপাশি  নিবন্ধন কার্যক্রমে সার্বিক সহযোগীতার জন্য চকরিয়া ক্রেডিট অফিসার যুব উন্নয়ন অধিদপ্তরকে যুব পরিষদের সভাপতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অপরদিকে চকরিয়া যুব পরিষদ সংগঠনটি সরকারী ভাবে নিবন্ধন হওয়ার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে সংগঠনের সকল উপদেষ্ঠা, নেতা কর্মী ও সদস্যগণ সভাপতি ও সাধারণ সম্পাদককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং সংগঠনের সকলেই চকরিয়া যুব পরিষদের কাঙ্কিত লক্ষ্য ও উদ্যেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে যুব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সহ সভাপতি- রামিম হায়দার,স্থায়ী কমিটির সদস্য-কফিল উদ্দিন, সহ-সভাপতি নকিবুল মওলা, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, সহ যুব ও ক্রীড়া সম্পাদক-সঞ্জয় চক্রবর্তী, ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক-মো:সেলিম,সদস্য মহিউদ্দিন (ভুট্টো),পাবেল আযম, সাকিবুর রহমান প্রমুখ।