হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৮ মে সোমবার বিকেল নাইক্ষ্যচংছড়ির উপজেলা নির্বাহী অফিসার এসএমসরোয়ার কামাল এ অর্থদণ্ড দেন। দন্ডীত ব্যক্তি হলেন পুর্ব বাইশারী তুফান আলী পাড়ার সাবেক প্রাইমারী প্রধান শিক্ষক আবদুর রহমান।
জানা যায়, এর আগে ককসবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাবের নেতৃত্বে বাইশারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে ইউনু কার্যালয়ে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া ওই জরিমানার টাকা জমা তিনি ছাড়া পায়। এই সময় নাইক্ষ্যংছড়ি ও ককসবাজার জেলার কর্মরত সাংবাদিক গন উপস্থিত ছিলেন।