বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে ট্রাকের চাপায় এক বৃদ্ধ নারী নিহত হয়েছে। রবিবার সকালে বান্দরবান পৌর এলাকার হিলভিউ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসষ্টেশন এলাকার বাবুল দের স্ত্রী কৃষ্ণা দে (৫৩) রোববার সকালে হিলভিউ হাসপাতালে চিকিৎসাধীন তার নাতনিকে দেখার জন্য রাস্তা পার হওয়ার সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা পাথর বোঝায় ট্রাকের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায় পরে গাড়ীর চাকা মহিলার মাথার উপর দিয়ে গেলে কৃষ্ণা দে’র মাথামন্ডল চুর্ণবিচুর্ণ হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে মারা যায়। এদিকে দূর্ঘটনার পর বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে ঘাতক ট্রাকটি উদ্ধার করে পুলিশ। তবে ড্রাইবার ও হেলপার এখনো পলাতক রয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। দূর্ঘটনায় জড়িত ট্রাকটি আমরা আটক করেছি। ড্রাইবার পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।