বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে বজ্রপাতে ২ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার রাজবিলার ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কৌশল দেবী তঞ্চঙ্গ্যা- ২৫, সুজনা তঞ্চঙ্গ্যা- ১৫।

রাজবিলা ইউনয়নের সচিব উশৈমং জানান, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির সময় দুই বোন গোসল করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে ২ বোনের মৃত্যু হয়। তাদের একজন আনন্দ লাল তঞ্চঙ্গ্যার স্ত্রী কৌশল দেবী তঞঙ্গ্যা ৬ মাসের অন্ত:সত্ত্বা ও সুজনা দেবী তঞ্চঙ্গ্যা ৯ম শ্রেনী ছাত্রী। তারা রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়া, ৪নং ওয়ার্ডের রমনি তঞ্চঙ্গ্যার মেয়ে বলে জানান।