আন্তর্জাতিক ডেস্ক:

মোবাইল ফোনে অশ্লীল ম্যাসেজ পাঠানোর অপরাধে ভারতের এক কলেজ শিক্ষককে ধরে পিটিয়েছেন তারই ছাত্রীরা। ছাত্রীদের বক্তব্য, ওই শিক্ষক যৌন হয়রানিমূলক ম্যাসেজ পাঠিয়েছেন। এ অপরাধে ওই শিক্ষককে পেটানোর ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভারতের পাঞ্জাব প্রদেশের পাটিয়ালা সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ভিডিওটি প্রকাশ করেছে।

২৬ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, দুই ছাত্রী ওই প্রফেসরকে দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। পরে আরও কয়েকজন ছাত্রী এতে যোগ দেন। প্রফেসরের হাত ধরে টানাটানির এক পর্যায়ে তারা শার্টের কলার ধরে কিল-ঘুষি মারতে শুরু করেন।

ভারতে শিক্ষকদের ছাত্রীকে হয়রানি করার ঘটনা এবারই প্রথম নয়। এ বছরের শুরুতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে অভিযুক্ত হন।

এ ঘটনায় ছাত্রীরা ওই অধ্যাপককে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত ও বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দাবি করেন। পরে দিল্লী পুলিশ অতুল জোহরি নামের ওই অধ্যাপককে গ্রেফতার করে। এ ঘটনায় পরে তিনি জামিনে মুক্তি পান।