সাইয়্যিদ মোহাম্মদ আবুল আ’লা  

প্রবল উচ্ছ্বাসে দেশে প্লাবন যখন আসে,
অসহায় পিপড়াগুলো বানের জলে ভাসে।
খড়খুড়ো ধরে তারা কোনমতে বাঁচে,
সেগুলোরে খায় লুটেপুটে নির্বোধ মাছে।
প্লাবন শেষে ধীরে ধীরে পানি নেমে যায়,
এবার আটকে পড়া মাছগুলো পিপড়ারা খায়।

[ একটি ইংরেজী প্রবাদের ভাবার্থ ]