প্রেস বিজ্ঞপ্তি :
সড়ক দূর্ঘটনায় আহত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রদল নেতা ও কক্সবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সিরাজুল হক ডালিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।

শোক বিবৃতিতে তারা বলেন, সিরাজুল হক ডালিম নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন ছাত্রদল নেতা এবং বিএনপির একজন একনিষ্ট নিবেদিত সৈনিক । তার মৃত্যুতে বিএনপি একজন আপনজনকে হারালো। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।