সিবিএন:

কক্সবাজার শহরের ম্যালেরিয়া অফিস সড়কস্থ বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নজরুল ইসলাম চৌধুরীর সহধর্মিনী মোহছেনা বেগম চৌধুরী মঙ্গলবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি ২ পুত্র, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। বাদ জোহর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমার প্রথম জানাযা, রামু কালিরছড়া বাজাস্থ মাঠে ২য় জানাযা এবং চকরিয়া লক্ষ্যরচরস্থ নিজ বাড়ি এলাকায় ৩য় দফা জানাযা শেষে সিকদার পাড়া পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার সংবাদ প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেলের শাশুড়ি।

এদিকে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরসহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এছাড়া শোক প্রকাশ করেছেন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম লিপুসহ সকল সদস্যবৃন্দ। শোক বার্তায় তারা মরহুমার আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অন্যদিকে সাংবাদিক নেতা জাহেদ সরওয়ার সোহেলের শাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক আহসান সুমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।