প্রেস বিজ্ঞপ্তি:
এনএস নিউজ টিভি’র কক্সবাজার প্রতিনিধি, বে-বেঙ্গল নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের প্রচার সম্পাদক মোহাম্মদ ফরিদের বড় ভাই মোহাম্মদ হোসেন মঙ্গলবার সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। ইন্না… রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
আজ পহেলা মে বাদ আছর কক্সবাজার সদর উপজেলার পশ্চিম পোকখালী মারমোড়া জুমা মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে সংবাদকর্মী ফরিদের বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার। সংগঠনের সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসেন, কার্যনির্বাহী সদস্য আরফাতুল মজিদ ও আজিম নিহাদসহ নেতৃবৃন্দ এক বিজ্ঞপ্তিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।