জসিম মাহমুদ, টেকনাফ:

টেকনাফ উপজেলার সেন্টমাটিনে জেটি ঘাট থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৪ জন পাচারকারিকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড ।৩০ এপ্রিল সন্ধা ৭টার সময় সেন্টমার্টিন জেটি ঘাট এলাকা অভিযান চলিয়ে একটি ট্রলারসহ ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।আটক পাচার কারিরা হচ্ছে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬ ওয়ার্ডের নয়া পাড়ার জমির আহম্মদের ছেলে লুৎফর রহমান(৩৪), শাহ আলমের ছেলে রফিক আহমেদ(৩২), আবদু সালামের ছেলে কাশেম(৩৭),মৃত আবদুমজিদের ছেলে সোলতান মাঝি ।

সেন্টমাটিন কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ ফয়সাল বীন রশীদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল সন্ধা ৭টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমাটিন ষ্টেশনের সদস্যরা সেন্টমাটিন জেটি ঘাট এলাকা অভিযান চালিয়ে ১ টি ট্রলা আটক করে তল্লাশি করে ৩ লাখ ৬০ হাজার ইয়াবসহ ৪ জন পাচারকারিকে আটক করে।

তিনি আরও বলেন জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৮কোটি টাকা । আটককৃত ইয়াবা ও ৪ জন পাচারকারিকে পরবর্তী কার্যক্রম শেষ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।