আবদুর রাজ্জাক:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের পৃথক স্হানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৪ জন বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। সোমবার( ১৬ এপ্রিল) সন্ধ্যা  হতে মঙ্গলবার(১৭ এপ্রিল) সকাল পর্যন্ত থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকারের নেতৃত্বে পুলিশের পৃথক দল শহরের বিভিন্ন স্হানে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৪ জন বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন,চিলা রাখাইন, পিতা- মৃত চারশে রাখাইন,সাং- পূর্ব মাছ বাজার রাখাইন পাড়া,মোঃ রাজিব, পিতা- লাল মোহাম্মদ, সাং- দঃ সোনার পাড়া,মিন্টু সরকার, পিতা- মৃত বসন্ত কুমার সরকার, সাং- খুরুশকুল সরকার পাড়, ৩নং ওয়ার্ড,মনজুর আলম প্রঃ বাবুল, পিতা- আকুল নবী, সাং- এসএম পাড়া, বড় বটগাছ সংলগ্ন,মাজু রাখাইন প্রঃ আবুতুনি, পিতা- মৃত ছরিশে রাখাইন, সাং- পূর্ব মাছ বাজার রাখাইন পাড়া,মঞ্জুর আলম (বাবুল), পিতা- আঃ নবী, সাং- এস.এম পাড়া, বড় বটগাছ সংলগ্ন,ছৈয়দুল হক, পিতা- মৃত আব্দুল কাদের সাং- দক্ষিন পালাকাটা,মোঃ মঞ্জুর ইসলাম প্রঃ বাবুল (২৮), পিতা- মোঃ আঃ নবী, সাং- ছনখোলা, ১নং গার্ড, পিএমখালী ইউপি, সর্ব থানা ও জেলা- কক্সবাজার,মোহাম্মদ শহীদ প্রঃ মোহাম্মদ ছুট্টু (৪৮), পিতা- মৃত শামসুল হক, মাতা- মাহমুদা খাতুন, সাং- মাতাব্বর পাড়া, বড় মিয়াজী বাড়ী, পশ্চিম বড়খোপ, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার,মোঃ আনোয়ার পাশা (২৮), পিতা- নাজিব উদ্দিন, সাং- শহিদ নগর, থানা- গফর গাও, জেলা- ময়মনিসিংহ,হাবিবুল মোস্তফা (৫০), পিতা- মৃত সিরাজুল মোস্তফা স্থায়ী : গ্রাম- হ্নীলা (সিকদার পাড়া) , থানা- টেকনাফ, কক্সবাজার, মোঃ রাজু (২৮), পিতাতা- মফিজুল হক স্থায়ী : গ্রাম- হ্নীলা (বাজার পাড়া) , থানা- টকেনাফ, কক্সবাজার,খাইরুল বশর (৩৬), পতিা- মোঃ সদ্দিকি স্থায়ী : (দক্ষনি ডকিকুল), থানা ও জেলা- কক্সবাজার ১৪ মোঃ আবু তাহরে (৩০), পিতা- মৃত মোঃ আবু বক্কর স্থায়ী : (বইল্লা পাড়া জাদিরাম পাহাড়, থানা ও জেলা- কক্সবাজার। গ্রেফতারকৃতদেরকে পরোয়ানামূলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকারছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।