নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা:
বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। বাঙ্গালীর প্রাণের উৎসব এই বর্ষবরণ উৎসব আর বাংলা বরণের অন্যতম মঙ্গল শোভাযাত্রা। তাই নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন সহ বাইশারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। যেখানে ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ।

১৪ এপ্রিল শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শক (ওসি) শেখ মোঃ আলমগীর, আওয়ামীলীগ নেতা মোঃ আবু তাহের কোম্পানী, অধ্যাপক শফি উল্লাহ, ইমরান মেম্বার, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।