তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। শুক্রবার বেলা ১২ থেকে ১টার মধ্যে সীতাকুন্ড ও মিরসরাই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ার হাট-রামগড় সড়কের চিনকিরহাটের ধলিয়ার দীঘি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে অজ্ঞাত পরিচয়ের দুইজন মারা যান। নিহত দুজনের মধ্যে সানজিদুল ইসলাম জিসান নামে ৫বছরের এক শিশু রয়েছে। অপর জনের নাম জানা যায়নি। এ ঘটনায় চারজন আহত হন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন এনায়েত হোসেন জানান, জুমার আগে রামগড় সড়কে সিএনজি চালিত অটোরিকশাকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দু’জন মারা যায়। এ ঘটনায় পাচঁজন আহত হয়। তাদের স্থানীয় বারইয়ার হাট কমফোর্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, সীতাকুন্ডের সোনাইছড়িতে ঢাকা ও লক্ষ্মীপুরমুখী দুইটি বাসের সংঘর্ষে বাসের সহযোগী আবদুর রশিদ (৪৫) নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমিনগঞ্জে। এ ঘটনায় আহত ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন।

আগ্রাবদ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম আবুদর রশিদ (৪৫)। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমিনগঞ্জ গ্রামে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরির সল্টগোলা ক্রসিং এলাকার ফ্লাইওভারে লরির ধাক্কায় আবদুল মান্নান (৩৭) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন এ এস আই আলাউদ্দিন। নিহত আবদুল মান্নান খুলনা বাগেরহাট জেলার মোড়লগঞ্চ থানার রুস্তম আলির পুত্র।