মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় চতুর্থ শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গিয়াস উদ্দিন (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি দোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক বখাটে গিয়াস উদ্দিন ইউনিয়নের গয়ালমারা এলাকার বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে। বৃহস্পতিবার দপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত বুধবার বিকাল ৪টার দিকে দোছড়ি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর এক ছাত্রী ছুটির পর বাড়ি ফিরছিলো। বখাটে গিয়াস উদ্দিন তাকে পথে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয়রা ঘটনার টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করেন এবং গিযাস উদ্দিনকে আটক করে চেয়ারম্যানের মাধ্যমে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার গিয়াস উদ্দিনকে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে, আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাানোর নির্দেশ দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।