ইমরান হোসাইন, পেকুয়া:

কক্সবাজার পেকুয়ায় ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো মগনামা ক্রিকেট ফেস্টিভাল ২০১৮।

মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেলে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয় মগনামা ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে ‘ড্রীমস ইলেভেন অব মগনামা’। টসে জিতে প্রথমেই ব্যাট করতে নামে ড্রীমস ইলেভেন অব মগনামা। তারা নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৪ রান। ৯৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মগনামা নাইট রাইডার্স ১২ ওভার শেষে ৭৬ রান সংগ্রহ করে। ফলে ১৮ রানে জয় পায় ড্রীমস ইলেভেন। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ড্রীমস ইলেভেনের ব্যাটসম্যান আব্দুল খালেক।

এদিকে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ফাস্ট এন্ড ফিউরিয়ার্সের অলরাউন্ডার ইমরান খান। সেরা ব্যাটসম্যান ড্রীমস ইলেভেনের ব্যাটসম্যান আব্দুল খালেক, সেরা বোলার পুরস্কার লাভ করেন ড্রীমস ইলেভেনের মুকছুদ।

ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. আশরাফুল ইসলাম সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল মোস্তাফা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বোখারি আজম।

মগনামা ক্রিকেট কাউন্সিলের সভাপতি আবু জর গিফারি খোকার সভাপতিত্বে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ড. আশরাফুল ইসলাম সজীব সহ আমন্ত্রিত অতিথিরা। উক্ত ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক এফ এম সুমন ও ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন বিল্লাল।