নুরুল কবির, বান্দরবান :

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে রাজার মাঠ সংলগ্ন এলাকায় পাওয়ার টিলার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: আবু বিন ইয়াছিন আরাফাত,কুয়ালং ইউপি চেয়ারম্যান সানু প্রু মারমা,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ বিভিন্নকৃষক উপস্থিত ছিলেন।

বিতরণকালে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে প্রতিটি গ্রামে গ্রামে পাওয়ার টিলার পাম্পসহ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও যে সব জায়গায় ধানী জমির চাষ হবে না সেসব জায়গায় মিশ্র ফলের বাগান করে দেয়া হচ্ছে। তিন পার্বত্য জেলায় এই প্রকল্প সম্প্রসারণ করা হচ্ছে। নতুন একটি প্রকল্প চালু করা হচ্ছে বাঁশের চারা বিতরণ এটি নারীদের অর্থনৈতিক উন্নয়নে করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে গাভী পালন প্রকল্প রয়েছে তাও নারীদের জন্য। কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে এটাই প্রত্যশা।

উল্লেক্ষ্য, বান্দরবানের সদর, থানছি ও আলীকদম উপজেলার ৬টি কৃষি সমিতিকে ৬টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।