অনলাইন : হাঁস, মুরগি, কচ্ছপ, পাখি, সাপ ডিম পেড়েই থাকে। কিন্তু কোনো অজৈব পদার্থ ডিম পাড়ে বলে কখনো কেউ শোনেনি। কিন্তু চীনের গুইঝোউ প্রদেশের গুলু নামের এক গ্রামের কাছে পর্বত ডিম ‘পেড়েছে’ বলে ফেসবুকে পোস্ট দেওয়া হলে তা ভাইরাল হয়ে যায়।

হিতু মায়াত তিন নামের ওই ব্যক্তি পর্বতের একটি ছবি পোস্ট করলে তা নিয়ে হইচই শুরু হয়। একেবারে মসৃণ, রং-বেরংয়ের ডিমের মতো আকৃতির পাথর পাহাড়ের খাড়া এবং এবড়ো-থেবড়ো গায়ে ‘গজিয়ে উঠছে’ বেশ কয়েক বছর ধরেই।

স্থানীয় মানুষ এই পাহাড়ের নাম দিয়েছেন ‘চ্যান ড্যান ইয়া’ বা ‘ডিম-পাড়া পাহাড়’। কোথা থেকে এবং কীভাবে এই ‘ডিম’ গজাচ্ছে, তা নিয়ে রীতিমতো রহস্য দানা বেঁধেছে ওই এলাকায়।

পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভূতাত্ত্বিকরা বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছেন। ১৯ ফুট উঁচু এবং ৬৫ ফুট চওড়া এই পর্বত ৫০০ মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তারা।

এতে ক্যালসিয়াম কার্বনেট বেশি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ক্যালসিয়াম কার্বনেট আর কিছুই নয় আমাদের চিরচেনা চক বা খড়ি। অপেক্ষাকৃত নরম খড়িপাথর দীর্ঘদিন ধরে চাপে থাকলে পিণ্ড পাকিয়ে এরকম ভাবে ঠেলে বেরিয়ে আসতে পারে। আর পাথরের মধ্যে থাকা অন্য ধাতু বা রাসায়ানিক তাকে বিভিন্ন রং প্রদান করে।

ভূতাত্ত্বিকরা আরো বলছেন, এই ‘ডিমগুলো’ এক সময়ে পর্বতের গা থেকে খসেই পড়ে। আবার নতুন ‘ডিম’ অন্য জায়গায় ফুটে ওঠে।

আপাতত ‘চ্যান ড্যান ইয়া’ রীতিমতো আকর্ষণ করছে পর্যটকদের। ভিড় বাড়ছে গুলু গ্রামের আশপাশে।