অনলাইন ডেস্ক : ওয়াশরুমের বাইরে স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকায় ৫০ ছাত্রীকে বিবস্ত্র করলেন হোস্টেল সুপার। কোন ছাত্রীর ঋতুস্রাব হয়েছে তা খুঁজে বের করতে এ কাজ করেন তিনি। ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ড. হারি সিং গৌর ইউনিভার্সিটিতে। খবর নিউজএক্সের।

খবরে বলা হয়েছে, প্রথমে ওয়াশরুমের বাইরে স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকতে দেখেন হোস্টেল সুপার। পরে তিনি হোস্টেলের সব শিক্ষার্থীকে একটি রুমে একত্র করেন এবং সকলকে নগ্ন হওয়ার নির্দেশ দেন, যাতে কার ‍ঋতুস্রাব হয়েছে সেটি নিশ্চিত হতে পারেন।

বিষয়টি ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) আরপি তিওয়ারির কাছে জানানো হলে তিনি বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। সব শিক্ষার্থী আমার মেয়ের মতো এবং আমি এ ব্যাপারে ক্ষমা চাচ্ছি। আমি আশ্বস্থ করতে চাই, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যদি হোস্টেল সুপারের এ ব্যাপারে কোনো দোষ থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’