অাবারো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পেকুয়া

প্রকাশ: ২৩ মার্চ, ২০১৮ ০৫:১৭ , আপডেট: ২৩ মার্চ, ২০১৮ ০৫:২০

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


পেকুয়া  পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় – ফাইল ছবি

ওমর ফারুক , পেকুয়া :

অাবারো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে চট্টগ্রাম বিভাগের  কক্সবাজারের  পেকুয়া পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার (২৩ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বরিশাল জেলার বরগুনা উপজেলার কুকুহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুলকে ৩-২ গোলে হারিয়ে পেকুয়া ফাইনালে উত্তীর্ণ হয়।
এ নিয়ে টানা ৪বার ফাইলানে উত্তীর্ণ হল পেকুয়া। এবার ফাইনাল জিততে পারলে টানা তিনবার গোল্ডকাপের মালিক হবে পেকুয়া। প্রথমবার রানার্স অাপ হয়ে সন্তোষ্ট থাকতে হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পেকুয়ার সন্তান অাবছার হাসান রানা খেলার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, দুপুর ২টায় খেলা শুরু হয়। নির্ধারিত সময়ের খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে পেকুয়া জয়ী হয়। পেকুয়াবাসী হিসাবে অামরা গর্বিত। ইনশাল্লাহ ফাইনালেও অামরা জিতব।

পেকুয়া  পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় – ফাইল ছবি