মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন এবং স্বল্পোন্নত দেশের স্ট্যটাস হতে বাংলাদেশের যোগ্যতা উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যে উদযাপন উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে অানন্দ শোভাযাত্রা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার (২২মার্চ ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অানন্দ শোভাযাত্রা বের করা হয়| অানন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান গেইড থেক শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে অালোচনা সভায় মিলিত হয়|
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম সরওয়ার কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাম্মদ। এছাড়াও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী ছাড়াও রাজনৈতিকদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন|।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।