এফ এম সুমন ,পেকুয়া, কক্সবাজার :

চট্টগ্রাম ইপিজেড এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় উত্তেজিত শ্রমিকদের হামলায় আহত হয়েছে সিপ্লাস টিভির ক্যামেরাপারসন জয় দে। বুধবার দুপুর ১টার দিকে সিইপিজেডের সেকশন সেভেন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। এসময় জয়ের কাছ থেকে শ্রমিকরা তার ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে যায়। পরে এ বিষয়ে সিপ্লাস টিভি ইপিজেড থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার শিকার সিপ্লাস টিভির ক্যামেরাপারসন জয় দে জানান, বুধবার দুপুর ১টার দিকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিইপিজেডের সেকশন সেভেন গার্মেন্টসের সামনে বিক্ষোভ করছিল ওই গার্মেন্টস শ্রমিকরা।এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঘটনার ভিডিও ফুটেজ নেয়ার সময় কিছু শ্রমিক হঠাৎ এসে হামলা চালায় ক্যামেরা পারসন জয়ের উপর। এ সময় তারা জয়কে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং সিপ্লাস টিভির ক্যামেরা ভাংচুর করে। তারা জয়ের সাথে থাকা দশ হাজার টাকা এবং মোবাইল কেড়ে নেয়। উত্তেজিত শ্রমিকরা ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেয় বলে জানান জয়। এ ব্যাপারে ইপিজেড থানার ফাড়ি ইনচার্জ সাজেদ কালাম বলেন, আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। মিডিয়ার উপর হামলার ঘটনা আসলেই দুঃখজনক। এদিকে এঘটনার নিন্দা জানিয়েছেন সিপ্লাস টিভি পরিবার। এবং সিপ্লাস টিভির কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন ।