এফ এম সুমন, পেকুয়া:

পেকুয়া উপজেলার ব্যস্থতম পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর বাজারে মুড়ি গলির ঝুঁকিপূর্ন বৈদ্যুতিক খুটি থেকে প্রায় আগুনের গোলা পড়তে দেখেন ব্যবসায়ীরা। এ নিয়ে হকার ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। মঙ্গলবার ২০ শে মার্চ দুপুর ১ টার দিকে হঠাৎ করে খুটি থেকে আগুনের গোলা পড়ে হকার মার্কেটে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস পেকুয়া ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। যার ফলে বড় রকমের দূর্ঘটনা থেকে পেকুয়া বাজার রক্ষা পেলেও যেকোনো সময় বড় দুর্ঘটনার আশংকা করছেন ব্যবসায়ীরা। পেকুয়া বাজারের হকার ব্যবসায়ী এরশাদ,আব্দুল কাদের,শাহ আলম, বাদশা অভিযোগ করেন, প্রতিনিয়ত কমবেশি এই খুটি থেকে আগুন পড়তে দেখা যায়। কিন্ত অনেকবার বলার পরও ও পল্লী বিদ্যুত অফিস কোন ধরনের ব্যবস্থা নেননি। এর আগে ও খুটির ট্রান্সফরমার থেকে ফিউজের কাটওয়াট নিচে পড়ে গিয়েছিল। যার ফলে ব্যবসায়ীরা দিকবেদিক ছুটাছুটি করেছিল। তারা আরো অভিযোগ করেন এখন থেকে যদি খুটিটি সরানো বা স্থায়ী সমাধান করা না যায় তাহলে সামনে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এব্যাপারে পেকুয়া পল্লী বিদ্যুতের ইনচার্জ কিবরিয়া বলেন, আগুন ধরার বিষয়টি শুনেছি তবে এটার স্থায়ী সমাধান করার জন্য যারা ঘটনাস্থলে গিয়েছিলেন তাদের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।