সিবিএন:
কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ক্রিড়াসংগঠক আমিনুল ইসলাম মুকুলকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ ব্যবসায়ীরা।
সোমবার (১৯ মার্চ) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ চলে একটানা বেলা আড়াইটা পর্যন্ত। বন্ধ থাকে কক্সবাজার শহরের ৫৩ টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট।
আমিনুল ইসলাম মুকুলে মুক্তির দাবীতে সকাল সাড়ে ১১টার দিকে সাধারণ ব্যবসায়ী, দোকান মালিক, সুশীল সামাজের বিক্ষোভ শহরের পানবাজার সড়ক থেকে আরম্ভ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জনতার এই বিশাল বিক্ষোভ আদালতপাড়ায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে যোগ দেয় সাধারণ মানুষ।
বিক্ষোভকালে পথে পথে যোগ হয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। বিক্ষোভ মিছিলটি পরিণত হয় জনসভায়।
কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির কার্যকরী সভাপতি ও রয়েল টেইলার্সের মালিক মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য রাখেন- কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সহ-সভাপতি রফিক মাহমুদ, নুরপাড়ার বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব ডা. মোহাম্মদ আমিন, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও এ.ছালাম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ, ফিরোজা শফিং ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আবদুল মন্নান, হকার্স মার্কেট সমিতির যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন সুমন, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি ঝন্টু ধর, ক্রুকারিজ সমিতির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, মেট্রেস ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমদ, পাদুকা সমিতির সভাপতি নুরুল আলম প্রমুখ।
এছাড়া শহরের প্রায় সাড়ে তিনশাতধিক দোকান মালিক, শ্রমিক-কর্মচারীরা ব্যাপক বিক্ষোভ অংশগ্রহণ করে। সবার দাবী একটাই, আমিনুল ইসলাম মুকুলের নিঃশর্ত মুক্তি।
রবিবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে শহরের পানবাজার সড়কে কক্সবাজার জেলা রেস্তুরাঁ বাবুর্চি সমিতি আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল শেষে বাড়ী ফেরার পথে তাকে গ্রেফতার করে সদর থানার একদল পুলিশ।
এর একদিন আগে পারিবারিক জমিজমা সংক্রান্তে আমিনুল ইসলাম মুকুলসহ ১০ জনের নামে একটি মামলা করে প্রতিপক্ষরা।