মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি থেকে ইয়াবা ও মদসহ পৃথক অভিযানে ৮ জনকে আটক করেছে বিজিপি।

শুক্রবার দুপুরে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফাঁড়ী পুলিশ বাজার এলাকা থেকে বাংলা মদসহ লাইলা বেগম নামে এক নারীকে আটক করেছে।

এর আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ি এলাকা থেকে ১৬ টি ইয়াবাসহ তিন যুবককে আটক করে বিজিবি। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মোরগ ঘোনা গ্রামের নুর আহাম্মদের ছেলে আলি হোসেন (২২) একই ইউনিয়নের বাজার সেট এলাকার অলি আহাম্মদের ছেলে মোঃ আবছার(২৬) ও হাজির মাঠ গ্রামের সাবেক মেম্বার মৃত আলী আহাম্মদের ছেলে মোঃ ছৈয়দ আলম (২২)।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর শেখ অভিযানের ত্যথ নিশ্চিত করেছেন।