মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

সকল বাতিল অপশক্তি ও জঙ্গীবাদকে পরাজিত করতে সকল মুসলিমদের পীর-আউলিয়ার পথে সংগঠিত হতে হবে। কিছু ভান্তবাদী একদিকে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রতিক্রিয়া এবং অপরদিকে ইসলামের নামে উগ্রতা আজ মুসলিম জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। ইসলামের চিরশত্রু ইহুদীদের নীলনক্সার গিনিপিগ হয়ে আজ বিশ্বময় জঙ্গীবাদ ছড়াচ্ছে উগ্রবাদী শিয়া-ওহাবী’রা। তাদের কবল থেকে ইসলাম ও মুসলমানদের রক্ষা করতে আজ দরকার সূফী-দরবেশদের চেতনা ও শিক্ষায় উজ্জীবিত হয়ে সুন্নি দর্শনের আলোকে সংগঠিত হওয়া। আনজুমান-জামেয়া-গাউসিয়া কমিটি মূলত সে কাঙ্কিত চিন্তাধারা ও শিক্ষা বিস্তারের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গতকাল ১৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ২ টা হতে চট্টগ্রামের হাটহাজারী কলেজ ময়দানে, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত “এয়া গাউসুল আযম (রাঃ) সুন্নী কনফারেন্সে বক্তারা উপরোক্ত কথা বলেন।

সংগঠনের সভাপতি আলহাজ্ব আবদু শুক্কুরের সভাপতিত্বে এবং মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সনঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াত ও নাতে রাসূল (সাঃ) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ কনফারেন্স রাত চলে বাদে এশা পর্যন্ত। বিশাল এ সম্মেলনের অর্ধলক্ষ উপস্থিতির উদ্দেশ্যে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস শায়খুল হাদীস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী, আনজুমানে রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম.এ. মান্নান, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহাজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, উপাধ্যক্ষ ডঃ লিয়াকত আলী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী, শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারী, শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী, আল্লামা মুফতী আব্দুল ওয়াজেদ, পীরে ত্বরিকত সৈয়দ মছিউদ্দৌলা, পীরে ত্বরিকত মাও. আমিনুল হক আলকাদেরী, অধ্যক্ষ বদিউল আলম রেজবী।

অতিথি ছিলেন গাউসিয়া কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক, মাহবুব এলাহি শিকদার, মুছা চৌধুরী, মাওলানা এয়াছিন হোসাইন, হারুন সওদাগর, মাষ্টার জমির হোসেন, ইজ্ঞি. নুরুল আজিম, গাজী লোকমান, কামরুল আহসান চৌধুরী, মীর আলী আকবর মিরন, খোরশেদুল আলম মাষ্টার, আবু ইউছুপ চৌধুরী, আহসান হাবীব চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, নুরুল আমিন, হাফেজ আহমদ এবং বক্তব্য রাখেন সর্বজনাব আল্লামা আবুল কালাম বয়ানী, মাও. আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী, মাও. আবু নওশাদ নঈমী, মাও. ইলিয়াছ নুরী, মাওলানা সরোয়ার উদ্দীন, অধ্যক্ষ মাও. আব্দুল আউয়াল, কাজী জামাল উদ্দীন, আহমদুর রহমান চৌধুরী, আহমদ সৈয়দ, আব্দুল মোতালেব মাতব্বর, আবু জাফর মাষ্টার, মোহাম্মদ হানিফ, মাও. নঈমুল হক নঈমী, মাও. আব্দুল্লাহ আল মাসুদ, জসিম উদ্দিন চৌধুরী, মাও. মোঃ আলী, মাও. আল এহসান, কাজী নুর নবী, অধ্যাপক জামাল উদ্দিন, মঞ্জুর এলাহী প্রমূখ।

জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্কর সিদ্দিকে আকবর (রা.)’র ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশাল কনফারেন্সে বক্তাগণ আরো বলেন শাহেনশাহে সিরিকোট প্রর্দশিত গাউসিয়াতের এ মিশনের অসামান্য অবদান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাসহ শতাধিক সুন্নী মাদ্রাসা, অসংখ্য সাচ্চা আলেম, জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ), আনজুমান-গাউসিয়া কমিটির সুষ্পষ্ট ভূমিকার কারণে আজ বাংলাদেশের মানুষ ইসলামের মূল ধারা সুন্নীয়তের উপর অটল থেকে জঙ্গীবাদ ও সকল জঘন্য বাতিল মতবাদের শান্তিপূর্ণ- আদর্শিক মোকাবেলা করে যাচ্ছে শুরু থেকেই। নতুবা জঙ্গীবাদের যে জোয়ার শুরু হয়েছিল তা সব কিছুকে ঘ্রাস করে নিত।