আবদুর রাজ্জাক:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে  ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারীসহ ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট গরুবাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সাতকানিয়া হাসপাতালে পাঠিয়েছেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল্লাহ জানান, চট্রগ্রাম নগরী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ইউনিক পরিবহনের বাস কেরানিহাট এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়। এতে বাসটি খাদে পড়ে দুই নারীসহ ২৩ জন আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কেরানিহাটের আশশেফা হাসপাতালে ১২ জন ও লোহাগাড়া হাসপাতালে ৯ জনকে পাঠিয়েছেন। এছাড়াও গুরুতর আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।