যুগান্তর : ১৫ মার্চ ২০১৮,
চলতি মৌসুমে ফর্মের মগডালে রয়েছেন লিওনেল মেসি। আরও একবার জ্বলে উঠলেন তিনি। তাতে চেলসিকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বার্সেলোনা।

দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র করে এসেছিল বার্সা। নিজেদের দূর্গে ফিরতি লেগে মেসি নৈপুণ্যে দ্য ব্লুজদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এতে দুই পর্ব মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় সেরা আটে উঠে গেছে তারা।

এ ম্যাচে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন মেসি। নিজে করেছেন জোড়া গোল। পাশাপাশি সতীর্থ উসমানে ডেম্বেলেকে দিয়ে করিয়েছেন একটি গোল। চেলসিকে একাই উড়িয়ে দিয়েছেন ছোট ম্যাজিসিয়ান।

বুধবার ক্যাম্প ন্যুতে আতিথ্য নেয় চেলসি। শুরুতেই হোঁচট খায় অতিথিরা। তৃতীয় মিনিটে লুইস সুয়ারেজের পাস ধরে বাইলাইন থেকে ডান পায়ের শটে বার্সাকে লিড এনে দেন মেসি।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় চেলসি। ১২ মিনিটে এর সুফলও পেতে যাচ্ছিল তারা। তবে উইলিয়ানের দূরপাল্লার শট ডান দিকে ঝাঁপিয়ে তা প্রতিরোধ করেন ব্লাউগ্রানা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

উল্টো ফের গোল খেয়ে বসে ইংলিশ ক্লাবটি। নিজেদের ভুলে এটি হজম করে তারা। মধ্য মাঠে সেস ফাব্রেগাসের ভুলে বল পেয়ে যান মেসি। কয়েকজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ডেম্বেলেকে পাস দেন তিনি। নিশানা ভেদ করতে ব্যর্থ হননি ফরাসি স্ট্রাইকার। উল্কার গতির শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। বার্সার হয়ে এটিই তার প্রথম গোল।

এর পর পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমার সুযোগ পায় চেলসি। তবে ২২ গজ দূর থেকে মার্কো আলোনসোর নেয়া ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতে হলুদ কার্ড দেখেন অলিভিয়ের জিরুদ। এর খানিক পরই এগিয়ে যায় বার্সা। ৬৩ মিনিটে ফের সুয়ারেজ-মেসি যুগলবন্দি। বন্ধুর পাস ধরে গোলরক্ষককে ফাঁকি দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ইউরোপ সেরা টুর্নামেন্টের এবারের আসরে এটি তার ষষ্ঠ গোল।

এ নিয়ে অনন্য কীর্তি গড়েছেন মেসি। ইউরোপের ক্লাবগুলোর প্রতিযোগিতায় সব মিলিয়ে গোলের সেঞ্চুরি করেছেন তিনি।

এর পর বল দেয়া-নেয়া করে বাকি সময়টা কাটিয়ে দেয় বার্সা। শেষ পর্যন্ত আন্তেনিও কন্তের দলকে হতাশায় ডুবিয়ে শেষ আটে যাওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়েন আরনেস্টো ভালভার্দের শিষ্যরা।

দিনের প্রথম ম্যাচে বেসিকতাসকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এতে দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টারে স্থান করে নিয়েছে জার্মান ক্লাবটি। ওই রাউন্ডে স্থান করে নেয়া বাকি দলগুলো হল- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, রানার্সআপ জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, সেভিয়া ও রোমা।