হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সেন্টমার্টিনদ্বীপ থেকে মালিকবিহীন ১ লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা বড়ি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত ইয়াবার মুল্য ৫ কোটি টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সদর দপ্তর আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই বাংলা নগর, ঢাকা ১২০৭ অপারেশান্স পরিদপ্তর (গোয়েন্দা শাখা) সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মার্চ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন সেন্টমার্টিন্স কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সেন্টমার্টিন্স এর পশ্চিমপাড়া এলাকায় ময়লা আর্বজনার স্তুপে লুকিয়ে রাখা অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। উক্ত অভিযানে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’।