জাহেদুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা:

“সময় এখন নারীর উন্নয়নেরে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহওে কর্ম জীবনধারা” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি, উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম এর স্ত্রী সাবরিনা ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: তানভীরুল হক, বিআরডিবি (পজীব) ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ ফাতেমাস ইউপি সদস্য মরিয়ম খানম বকুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আন্তর্জাতিক নারী দিবস উপলে লোহাগাড়া উপজেলা পাবলিক হল রুমে নারী উন্নয়ন মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। মেলায় ৩টি স্টলে নারীদের বিভিন্ন সারঞ্জাম বিক্রি করা হয়।

ক্যাপশন: আন্তর্জাতিক নারী দিব্স উপলক্ষে আয়োজিত নারী উন্নয়ন মেলা পরিদর্শন করছেন লোহাগাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ।