বান্দরবান প্রতিনিধি :

বান্দরবা‌ন পৌর এলাকার বালাঘাটায় ভয়াবহ আগুনে পু‌ড়ে গেছে ১০টি দোকান । বৃহস্প‌তিবার ভোর রা‌তে এ ঘটনা ঘ‌টে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহ‌রের বালাঘাটা বাজা‌রে ফার্নিচারের দোকানের চুুলার আগুন থে‌কে অ‌গ্নিকান্ডের সূত্রপাত হ‌য়ে আগুন মুহু‌র্তে চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌। আগু‌নে লে‌লিহান শিখায় পু‌ড়ে ছাই হয়ে গে‌ছে ৫টি ফা‌র্নিচা‌রের দোকানসহ ১০টি দোকান। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের দু‌টি ইউ‌নিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্র‌নে আন‌তে সক্ষম হয়। আগু‌নে প্রায় ৩০ লাখ টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লেজা‌নি‌য়ে‌ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো: গোলাম সরওয়ার।

এদিকে,ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন জানান,ফা‌র্নিচা‌রের দোকা‌নের চুলার আগু‌নের কয়লা থে‌কে অগ্নিকান্ডের দূর্ঘটনাটি ঘ‌টেছে। আগু‌নে ১০টি ব্যবসা প্র‌তিষ্ঠান ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। আগুনে ক্ষতিগ্রস্ত ১০টি দোকানের মালিককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন,চাউল আর নগদ টাকা বিতরন করা হয়েছে।