মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:

আলীকদমে শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের দায়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হওয়ায় অভিযুক্ত দুই সহকারি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও)। এ নিয়ে গত ২১ ও ২২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। মামলার আসামীরা হচ্ছেন থোয়াইচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম ও চৈক্ষ্যং ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম। পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে ডিপিইও’সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে পত্র দেন জাতীয় মানবাধিকার ইউনিটি, বান্দরবান জেলার সম্পাদক।

এ মামলায় শিক্ষকদ্বয় পুলিশ কর্তৃক ধৃত কিংবা আদালতে আত্মসমর্পন করেছেন কি না সুষ্পষ্ট মতামত দিয়ে আগামী ১০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের দেওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন ডিপিইউ। রবিবার এ সংক্রান্ত পত্রের অনুলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন জাতীয় মানবাধিকার ইউনিটি, বান্দরবান জেলা শাখার সম্পাদক।