মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাবির হামলায় ছোট ভাই নিহত হয়েছেন। উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউরতলী এলাকার মালিচাঁন ঝিরিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমিরুল ইসলাম (২৮)। আমিরুল ইসলাম ওই এলাকার লেয়াকত আলীর ছেলে। রবিবার দুপুর পর্যন্ত ঘাতকদের আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার সন্ধ্যার দিকে ছোট ভাই আমিরুল ইসলামের সঙ্গে বড় ভাই রবিউল ইসলাম ও ভাবি আম্বিয়া বেগমের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে বড় ভাই ও ভাবি ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আমিরুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হলে স্বজনেরা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর ঘাতকরা পালিয়ে যায়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বড় ভাই ভাবির হামলায় ছোট ভাই আমিরুল ইসলাম খুন হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতকদেরকে আটকের চেষ্টা চলছে।