এম. মনছুর আলম, চকরিয়া:

চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম এমএ প্রদত্ত  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার(২মার্চ)বিকাল ৪ঘটিকার সময় উপজেলা পরিষদ সংলগ্ন কমিউনিটি সেন্টার(শেখ রাসেল মিনি)স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ডুলাহাজারা ফুটবল একাডেমী ও কোনাখালী খেলোয়াড় সমিতি।চকরিয়া উপজেলার দুই হেভিওয়েট ক্রীড়া সংগঠনের খেলোয়াড়রা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের দৃষ্টিতে ভাল নৈপূর্ণতা দেখিয়ে ফাইনাল খেলা উপহার দেন।উক্ত খেলায় কোনাখালী খেলোয়াড় সমিতিকে২-১গোলো পরাজিত করে শিরোপা ছিনিয়ে নিয়ে বিজয় উল্লাসে মাতে ডুলাহাজারা ফুটবল একাডেমী।

খেলা শেষে চকরিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আজমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: আলমগীর চৌধুরী।এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:বখতিয়ার উদ্দিন চৌধুরী,জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, বিশিষ্ট আইনজীবি মো:শাহ আলম,টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সাবেক পৌর কমিশনার জসীম উদ্দিন সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউচার উদ্দিন কছিরসহ সভাপতি জাবেদ হোসেন পুতুল,খেলা টুর্ণামেন্ট কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ,চকরিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো:মিজানুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপসহ বিজয়ী ও বিজিত দলের হাতে বিভিন্ন পর্যায়ের পুরস্কার তুলে দেন।