মো: রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও :
চলছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের মেলাতে কক্সবাজার সদরের শিল্পনগরী খ্যাত ইসলামপুরে তরুণ কবি মোরশেদ আলম ডালিমের প্রথম কাব্যগ্রন্থ ”পোস্টমর্টেম হবে পাষন্ড হৃদয়ের” প্রকাশিত হয়েছে।
প্রতীক্ষা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত তরুণ এই কবির কাব্যগ্রন্থ টি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার লিটল ম্যাগ চত্বরের (১নং) কবিতার রাজপথ ষ্টলে। ৪৫পৃষ্ঠার বইটিতে মোট কবিতা রয়েছে ৩১ টি। যার সবকটিতেই থাকছে নির্যাতন,প্রতিবাদ, প্রেম, দেশপ্রেম, স্বপ্ন আর মান অভিমানের স্পর্শ। কবি মোরশেদ আলম ডালিম কক্সবাজার সদরের উত্তর নাপিত খালী এলাকার ব্যবসায়ী এম,মনজুর আলম ও জনপ্রতিনিধি আয়েশা বেগম দম্পতির বড় ছেলে। বর্তমানে ব্যবসায়ী পেশায় নিয়োজিত রয়েছেন। ২০০০ সালে থেকে তরুন এই কবি জেলার বিভিন্ন দৈনিক পাক্ষিক পত্র-পত্রিকায় সহ কয়েকটি স্মরনিকায় তার রচিত কবিতা সমূহ প্রকাশিত হয়েছে। তরুন কবি এই প্রতিনিধিকে বলেন, ছোট থেকেই কবিতা লিখছি। এখনো নিয়মিত লিখতে চাই। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কবিতার লেখনি শক্তিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই । কবিতার মায়ায় বাঁচতে চাই। এবার প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্থ “পোস্টমর্টেম হবে পাষন্ড হৃদয়ের” আশাকরি বইটি সবার কাছে ভালো লাগবে।