হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

সরকার টেকনাফের সাবরাং থেকে উখিয়ার ইনানী পর্যন্ত বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিশেষজ্ঞ টিম সরেজমিন পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তাছাড়া বিশেষজ্ঞ টিম এলাকার জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন।

জানা যায়, ২৬ জানুয়ারী টেকনাফের সাবরাং থেকে উখিয়ার ইনানী পর্যন্ত বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিশেষজ্ঞ টিম সরেজমিন এলাকা সফর করেন।

এসময় তাঁরা টেকনাফ-উখিয়া থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিনের সাথে বাহারছড়ার শামলাপুর বাজারস্থ স্ব-স্ব কার্যালয়ে পৃথকভাবে সাক্ষাৎ, মতবিনিময় এবং এলাকা পরিদর্শন করেন। বিশেষজ্ঞ টিমে ছিলেন ফিনল্যান্ডের মিঃ শিপু এনসিও, কাজী রাশেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।